মোস্তাক সুইটস এন্ড বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: ঈদুল আযহার আগে পাবনার ঈশ্বরদীতে নকল সেমাই প্যাকেটজাত করায় মোস্তাক সুইটস এন্ড বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিষ্ঠানটি খোলা বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছিল।
আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের শেরশাহ রোড পুর্বটেংরী তছেরপাড়া এলাকার পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন জানতে পেয়ে মোস্তাক সুইটস এন্ড বেকারি নামের একটি কারখানায় অভিযান চালিয়ে সেমাই পাওয়া যায়। বৈধ কাগজপত্র ও বিএসটিআইর অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈশ্বরদীতে পরিচালিত অন্য অভিযানে মূল্য তালিকা ও কেনার রসিদ না থাকায় জাবেদ স্টোর নামে আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঈশ্বরদী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।