সাঁড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: আগামী ২৭ জুলাই স্থানীয় সরকার নির্বাচনে পাবনার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল এ তথ্য জানান।
তফশিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে।
জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। আগেরদিন তৎকালিক সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদুল হক রানা সরদার ।