আওয়ামী লীগের প্রচার উপকমিটির দুজন সদস্য শুক্রবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমন্ত্রণপত্র পৌঁছে দেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ছয়জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র বিএনপির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
রাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগের প্রচার উপকমিটির দুজন সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
হীরকজয়ন্তীর তিন দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ২৩ জুন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের ছয়জন নেতাকে আমন্ত্রণ জানানো হলো। বিএনপির যাঁরা আমন্ত্রণ পেলেন তাঁরা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগ তাদের হীরকজয়ন্তীর আলোচনা সভায় নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছে।