শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ: পরিদর্শন ও মতবিনিময় করেছেন গালিবুর রহমান শরীফ

বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।

শনিবার দুপুরে কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী সঙ্গে মতবিনিময় সভা করেন। তখন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, চাহিদানুসারে শ্রেণিকক্ষ, ল্যাব, ব্যাবহারিকের সরঞ্জামাদি ও আবাসনের সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা হয়।  

এসময় গালিবুর রহমান শরীফ এমপি বলেন, আমার প্রায়াত পিতা বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি এ অঞ্চলের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা যেন সে আদর্শকে  ধারণ করে এগিয়ে চলতে পারি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন ও ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন।