|
ঈশ্বরদী উপজেলা সদরের মরহুম আবুল মনসুর খাঁন স্টেডিয়াম মাঠে গাছের চারা রোপণ কর ‘তরুণদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি’- এর উদ্বোধন করেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পরিবেশের বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি। তিনি বলেছেন, ‘আমি নিজে বৃক্ষ রোপণ করলাম। সেই সাথে সবাইকে আহ্বান জানাব, যার যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান।’
গালিবুর রহমান শরীফ আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদী উপজেলা সদরের মরহুম আবুল মনসুর খাঁন স্টেডিয়াম মাঠে একটি গাছের চারা রোপণ করে ‘তরুণদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি’–এর উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
গালিবুর রহমান শরীফ বলেন, পরিবেশ রক্ষা, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো, ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা। গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন নেবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে, সে জন্য যত্ন করতে হবে। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে বা ওষুধ দেবে; আপনারা নানাভাবে উপকৃত হবেন।’
এমপি বলেন, ‘আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।’
তিনি আরও বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ব্যাপকভাবে এ দেশে বৃক্ষ রোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সবুজ বাংলা করি।’
|
সাংবাদিকদের সাথে কথা বলছেন গালিবুর রহমান শরীফ এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতো শতো শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর নিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে গালিবুর রহমান শরীফ এমপি।
|
শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন গালিবুর রহমান শরীফ এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |