পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য দেন পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল আলম ইভান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পৌরসভার কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা সদরের স্টেশন রোড সড়কে 'সচেতন নগরবাসী'র আয়োজনে এ মানববন্ধন হয়।

পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, সাপ্তাহিক উত্তর জনতার সম্পাদক ও প্রকাশক ববি সরদার, সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, জাতীয় পার্টির পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক রাগিব আহসান রেজভী ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঈশ্বরদীকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও এর সুযোগ-সুবিধা থেকে নাগরিকরা বঞ্চিত। বর্তমানে পৌর কর অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। বাড়তি কর কমিয়ে সহনশীল করার দাবি জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, পৌরবাসী সহনীয়ভাবে বর্ধিত কর দিতে প্রস্তুত। কিন্তু কোন ভাবেই অযৌক্তিক পৌর কর দিবে না। 

এটি সঞ্চালনা করেন ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস এবং সুলতান মাহমুদ খান।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন | ছবি: পদ্মা ট্রিবিউন