নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ গতবারের চেয়ে ৫ হাজার কোটি টাকা কমেছে। সড়ক, রেল, নৌ ও বিমান পরিবহন উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা। ২০২৩–২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৫ হাজার ১৯১ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন।

এবারের বাজেটে উন্নয়ন বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। উন্নয়ন ব্যয়ের বরাদ্দ থেকে দেখা যায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৪২ কোটি, রেলপথ মন্ত্রণালয় ১৩ হাজার ৭২৬ কোটি, নৌপরিবহন ১০ হাজার ৩৭৩ কোটি, বেসামরিক বিমান পরিবহন ৫ হাজার ৬৩২ কোটি এবং সেতু বিভাগ ৭ হাজার ৩০৯ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পেয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী যোগাযোগ খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। রেলওয়ের যাত্রী সেবার মান, মালামাল পরিবহন সক্ষমতা, রেলওয়ের পরিচালন দক্ষতা ও রাজস্ব আয় বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হয়েছে। নৌপরিবহন ব্যবস্থায় আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে নৌবন্দরগুলোর আধুনিকীকরণ, নৌপথ সংরক্ষণ, নৌসহায়ক যন্ত্রপাতি স্থাপন ও নৌযান উদ্ধারকারী জাহাজ সংগ্রহসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিমান পরিবহন ও আনুষঙ্গিক সেবাকে আধুনিক ও বিশ্বমানে উন্নীত করতে কার্যক্রম নেওয়া হয়েছে।