ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-কানাডা ম্যাচ | বিসিসিআই

খেলা ডেস্ক: এক ঘণ্টারও বেশি সময় ধরে চলল অপেক্ষা। শেষ পর্যন্ত লাভ হলো না। বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে ভেসে গেল ভারত ও কানাডার ম্যাচ।

ফ্লোরিডার লডারহিলে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়ানোর কথা ছিল ‘এ’ গ্রুপের ম্যাচটি। কিন্তু প্রকৃতি বাগড়া দেওয়ায় টসই হতে পারল না। এতে ভারতের বিপক্ষে প্রথমবার খেলার সুযোগও হারাল কানাডা।

ফ্লোরিডায় বৃষ্টির কারণে এই নিয়ে পরিত্যক্ত হলো তিনটি ম্যাচ। শ্রীলঙ্কা-নেপাল ম্যাচের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচেও হতে পারেনি টস। ওই ম্যাচ ভেসে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান।

৪ ম্যাচের তিনটি জিতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে আগেই সুপার এইটে জায়গা করে নেওয়া ভারত। পরের ধাপের টিকেট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও, চার ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৫। সমান ম্যাচে কানাডার জয় একটি, পয়েন্ট ৩।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে রোববার ফ্লোরিডাতেই আইরিশদের মুখোমুখি হবে পাকিস্তান। ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা তিন ম্যাচে জিতেছে কেবল একটি। সমান ম্যাচ খেলা আয়ারল্যান্ড এখনও জয়ের স্বাদ পায়নি।