মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার : ছাত্রপক্ষ

বাংলাদেশ ছাত্রপক্ষের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। শুক্রবার রাজধানীর বিজয়নগরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন  

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারা অভিযোগ করেছেন, সরকার প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করছে। গণমাধ্যম সমাজের দর্পণ হওয়ার কথা থাকলেও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার।

সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রপক্ষ। সেখানে সংগঠনটির শুভানুধ্যায়ী, উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রপক্ষের তত্ত্বাবধায়ক ও এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স ও সদস্যসচিব আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তৃতায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, সরকার প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করছে। গণমাধ্যম সমাজের দর্পণ হওয়ার কথা থাকলেও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার।

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন আধিপত্য ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন মজিবুর রহমান।

বক্তৃতায় ছাত্রপক্ষের নেতাদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, নতুন প্রজন্ম রাজনীতিমুখী হচ্ছে। এটি একটি বড় পরিবর্তন।

প্রসঙ্গত ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ ‘আমার বাংলাদেশ পার্টির’ একটি অঙ্গসংগঠন।