ঈশ্বরদীতে পরিবার পরিকল্পনা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

বক্তব্য দেন এমদাদুল হক রানা সরদার  | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ‘উদ্বুদ্ধকরণ কর্মশালা’ হয়েছে।  

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক এরশাদ আহমেদ নোমানী, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। এ ছাড়া জুমের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। 

বক্তব্য দেন সুবীর কুমার দাশ | ছবি: পদ্মা ট্রিবিউন  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিলা খাতুন কেয়া।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আব্দুল বাতেনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ছলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, ইউপি সদস্য জিয়াউল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, দেশসেরা পুরস্কারপ্রাপ্ত নারী কৃষক বেলী বেগম, যুব সমাজের প্রতিনিধি হাফিজুর রহমান প্রমুখ।