রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ফাইল ছবি

প্রতিনিধি পাবনা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের রাষ্ট্রীয় সফরে ৯ জুন নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর চতুর্থ সফর। সফরে তিনি জেলার সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রশাসনিকভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনা পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম ও রাত্রি যাপন করবেন। পরদিন ১০ জুন বেলা সাড়ে ১১টায় তিন জেলার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ জুন বেলা সাড়ে ১১টায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ১২ জুন বেলা ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

পাবনা সফরে হাস্যোজ্জল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ফাইল ছবি

পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফর উপলক্ষে আমরা সব প্রস্তুতি নিতে শুরু করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে। আশা করছি, তিনি সুন্দর পরিবেশে সফর শেষ করবেন।’