নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পন্ডিতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ১০টায় ভোটারদের কোনো সারি দেখা যায়নি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরে তিনটি উপজেলার ৩০২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, তিন উপজেলায় গড়ে ২৫ শতাংশ ভোট পড়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ১১৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সেখানে ২ লাখ ৭২ হাজার ৩০২ ভোটারের মধ্যে আনুমানিক ২৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নলডাঙ্গায় ৫৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ১৫১ ভোটারের মধ্যে ৩০ শতাংশ ভোট দিয়েছেন। এ ছাড়া সিংড়ায় ১৩৩টি কেন্দ্রে ৩ লাখ ২ হাজার ৫৭০ ভোটারের মধ্যে ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

বিকেল চারটায় তিনটি উপজেলার পরিস্থিতি প্রতিবেদনে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো কেন্দ্র থেকেই কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সরেজমিন সদর ও নলডাঙ্গার অন্তত সাতটি কেন্দ্র ঘুরে সকালের দিকে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম দেখা যায়। সদর উপজেলার পণ্ডিতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের (নারী) ২ নম্বর ভোটকক্ষে সোয়া নয়টা পর্যন্ত মাত্র তিনটি ভোট পড়েছিল। অন্য কক্ষে ৬, ৯, ৫ ও ১০টি ভোট পড়েছিল। সর্বশেষ সদর উপজেলার বড় হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর ভোটকক্ষে বিকেল ৪টায় খোঁজ নিয়ে জানা গেল, সেখানে সর্বোচ্চ ৩০ শতাংশ ভোট পড়েছে।

রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ সন্ধ্যা পৌনে সাতটায় বলেন, ‘আমার কাছে ভোটার উপস্থিতির সঠিক তথ্য এখনো আসেনি। তবে প্রত্যাশার চেয়ে কম ভোট পড়েছে। কিন্তু ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। কারও কোনো অভিযোগ নেই।’