প্রশিক্ষণ কর্মশালায় থ্রিডি প্রিন্টার উদ্বোধন করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিজ্ঞপ্তি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে থ্রিডি প্রিন্টার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'ট্রেনিং ফর দ্যা ট্রেনারস্- লেটস লার্ন অ্যাবাউট থ্রিডি প্রিন্টা'র শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় এর উদ্বোধন করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম তালুকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, আইটি বিভাগের উপপরিচালক ফরিদুজ্জামান খান, আমেরিকান কর্নারের সিনিয়র সমন্বয়কারী ফাহমিদা আক্তার এবং ইইই ও সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
থ্রিডি প্রিন্টিং কী
ছবি তুলে সেটি একটি কাগজের দ্বিমাত্রিক আকারে সাধারণ প্রিন্টারে প্রিন্ট করা যায়। কিন্তু ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারে সেই ছবির বাস্তব রূপ পাওয়া যাবে। অর্থাৎ কোনো বাড়ির ছবি তুলে প্রিন্ট দিলে অপর পাশ থেকে বাড়িটির প্রতিরূপ বের হয়ে আসবে।