দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান দলের সদস্যরা | ছবি: এএফপি |
পদ্মা ট্রিবিউন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘খুঁজে’ পাওয়া গেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ আজ সোমবার সকালে এ-সংক্রান্ত ঘোষণা দেন।
পীর হোসেন বলেন, তাঁর সংস্থার উদ্ধার ও অনুসন্ধান দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে। হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে তারা রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। তবে তিনি বলেছেন, পরিস্থিতি ভালো নয়।
রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়।
একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না।