এমদাদুল হক রানা সরদার | ছবি: সংগৃহীত
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের এক রিটে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে রোববার দুপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।
বাতিলের পরপরই প্রার্থী উচ্চ আদালতে (হাই কোর্টে) আপিল করেন। আদালত যাচাই-বাছাই সাপেক্ষে নির্বাচন কমিশনের রায় খারিজ করে প্রার্থিতা বহাল রাখার পক্ষে রায় দেন।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার বলেন, আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আচরণবিধি মেনে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ষড়যন্ত্র মোকাবিলা করে ঈশ্বরদীকে এগিয়ে নিয়ে যাবে। ভোটের মাধ্যমে জনগণের ভালোবাসায় বিজয় সুনিশ্চিত হবে।