ফিফটি তুলে নেন শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার | আইপিএল |
খেলা ডেস্ক: আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় সানরাইজার্স। তাড়া করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার (৫১*) ও শ্রেয়াস আইয়ারের (৫৮*) ফিফটিতে ৩৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা।
এ হারে সানরাইজার্সের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। আগামীকাল এলিমিনেটর ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ২৬ মে ফাইনালে মুখোমুখি হবে কলকাতার।
সানরাইজার্সের মাঝারি সংগ্রহে অলআউট হওয়ার নেপথ্যে ছিলেন কলকাতার পেসার মিচেল স্টার্ক। ইনিংসের দ্বিতীয় বলেই সানরাইজার্সের বিপজ্জনক ওপেনার ট্রাভিস হেডের স্টাম্প উপড়ে ফেলেন স্টার্ক।
মিডল অর্ডারে নীতিশ কুমার ও শাহবাজ রেড্ডির উইকেটও নেন অস্ট্রেলিয়ান এই পেসার। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে পাওয়ার প্লে-এর মধ্যে সানরাইজার্সকে চাপে ফেলেন স্টার্ক। পাওয়ার প্লে-এর ৬ ওভারেই ৪৫ রান তুলতে ৪ উইকেট হারায় সানরাইজার্স। তিনে নামা রাহুল ত্রিপাঠির ৩৫ বলে ৫৫ এবং আরও দুটি ত্রিশোর্ধ্ব ইনিংসে এগিয়েছে সানরাইজার্স। ২১ বলে ৩২ রান করেন হাইনরিখ ক্লাসেন। নয়ে নেমে অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে করেন ৩০ রান।
তাড়া করতে নেমে ৩.২ ওভারে ওপেনিং জুটিতে বিচ্ছিন্ন হওয়ার আগে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেছেন ১৪ বলে ২৩ রান। কলকাতার সংগ্রহ তখন ১ উইকেটে ৪৪। ঠিক এর তিন ওভার পরই ওপেনার সুনীল নারাইনকে (১৬ বলে ২১) হারায় কলকাতা। কামিন্স তাঁকে তুলে নেন। গুরবাজের উইকেটটি নেন টি নটরাজন।
তৃতীয় উইকেটে শ্রেয়াস ও ভেঙ্কটেশের ৪৪ বলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় কলকাতা। ৪ ছক্কা ও ৫ চারে ২৮ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ। অন্য প্রান্তে শ্রেয়াসও ৪ ছক্কা ও ৫ চারে ২৪ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান।
What a memorable 𝗞𝗻𝗶𝗴𝗵𝘁 for the men in purple 💜
— IndianPremierLeague (@IPL) May 21, 2024
Unbeaten half-centuries from Venkatesh Iyer 🤝 Shreyas Iyer
The celebrations continue for the final-bound @KKRiders 😎
Scorecard ▶️ https://t.co/U9jiBAlyXF#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | #TheFinalCall pic.twitter.com/xBFp3Sskqq
সানরাইজার্স হায়দরাবাদ: ১৯.৩ ওভারে ১৫৯ (রাহুল ৫৫, ক্লাসেন ৩২, কামিন্স ৩০; স্টার্ক ৩/৩৪, বরুণ ২/২৬, রাসেল ১/১৫, নারাইন ১/৪০)।
কলকাতা নাইট রাইডার্স: ১৩.৪ ওভারে ১৬৪/২ (শ্রেয়াস ৫৮*, ভেঙ্কটেশ ৫১*, গুরবাজ ২৩, নারাইন ২১; কামিন্স ১/৩৮, নটরাজন ১/২২)
ফল: কলকাতা ৮ উইকেটে জয়ী।