ঈশ্বরদী থেকে গ্রেপ্তার চাঁদা আদায় চক্রের ৩ জন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার সারাটা দিন অভিযান চালিয়ে উপজেলা সদরের বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নগদ টাকা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথার স্ত্রী পারভীন খাতুন শাহানাজ ওরফে রুপসী (২৬), শহরের মশুরিয়াপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে জালাল হোসেন (২২) এবং দাশুড়িয়া বালিয়াডাঙ্গা গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমল হক (২৭)।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আব্দুল লতিফ নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। সেখানে বলা হয়, মারধর করে ওই ব্যক্তিকে পূর্বটেংরী বকুলের মোড় এলাকার এক তরুণীর বাড়িতে ঢুকিয়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়।
পরবর্তী সময় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর থেকে ৭০ হাজার টাকা আদায় করে তাঁরা। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরের দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়।