![]() |
কর্নেল মোহাম্মদ হামিদুল হকের (অব.) হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিজ্ঞপ্তি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) কোষাধ্যক্ষ কর্নেল মোহাম্মদ হামিদুল হকের (অব.) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার নেক্সাস ভবনের স্কাইলাইট হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, আইন ও বিচার বিভাগের প্রধান ড. শহীদুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ গোলাম সরওয়ার ভূইয়া প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে নতুন কোষাধ্যক্ষ কর্নেল শওকত হুসেন (অব.), রেজিস্ট্রার লে: কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহাস (অব.) উপস্থিত ছিলেন ।
সবশেষে বিদায়ী কোষাধ্যক্ষকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবি উপহার দেওয়া হয়। এটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হামিদুর রহমান।