সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরের অনেকেই সংকট সৃষ্টির চেষ্টা করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ নির্বাচনের আগেই নির্বাচন–পরবর্তী পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের দলীয় সভাপতি শেখ হাসিনা সতর্ক করেছিলেন বলেও জানান তিনি।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকার ভাবছে, নির্বাচনের আগে যে সংকট ছিল, সেটা কমে গেছে; কিন্তু সংকট আরও বেড়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছেন, নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা চলছে। নেতা-কর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দেন। কাজেই আপনারাও (সাংবাদিক) জানেন, কথাটা (ফখরুলের বক্তব্য) সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি, নির্বাচন হলেই সংকট কেটে যাবে। তিনি বলেছেন, দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। সে চেষ্টা অনেকেই করছেন আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে।’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি। আমরা বিএনপির হাসিখুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কি না, সেটা বিএনপিই ভালো জানে।’

কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে বলে গত শনিবার ঢাকায় এক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন বিএনপির মহাসচিব। সে ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে, পরিষ্কার করে ফখরুল সাহেব বলবেন কী? এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। একটা নির্বাচিত সরকার ৪২ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায়, সেই রকম একটা নির্বাচন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম; দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।