বৃষ্টির কারণে কলকাতা–গুজরাট ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয় | আইপিএল |
খেলা ডেস্ক: আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টির কারণে একটি বলও হয়নি। আম্পায়াররা তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানসকে।
পরিত্যক্ত হওয়া এ ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় টেবিলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়েছে কলকাতার। বাদ পড়া নিশ্চিত হলো গুজরাটের। এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হলো তাদের। প্রথম কোয়ালিফায়ার জিতলেই ফাইনালে উঠবে কলকাতা। এর অর্থ হলো, ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ থাকছে দলটির।
আইপিএলের প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটা জিততে হতো গুজরাটকে। কিন্তু বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করায় ঘরের মাঠ থেকেই বিদায় নিশ্চিত হলো গুজরাটের। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম দলটি। টেবিলে শীর্ষ চার দলই ন্যূনতম ১৪ পয়েন্ট করে পেয়েছে।
Shathe cholo #KnightsArmy...pi𝐐ture abhi baaki hai! 💜 pic.twitter.com/V6jpFBCZYO
— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2024
অর্থাৎ নিজেদের শেষ ম্যাচটা জিতলেও শীর্ষ চারে উঠে আসতে পারবে না গুজরাট। শীর্ষে থাকা কলকাতার সংগ্রহ ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ সানরাইজার্স হায়দরাবাদ।