ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি | ছবি: রয়টার্স
পদ্মা ট্রিবিউন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আরব দেশগুলোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আজ বুধবার তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলো যে চেষ্টা চালাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্য সংকট সমাধান হবে না।
খামেনি আরও বলেন, কিছু মানুষ মনে করছেন, প্রতিবেশী দেশগুলোকে ইসরায়েরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে জোর করা হলে সমস্যা সমাধান হয়ে যাবে; কিন্তু তাঁরা ভুল করছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সোমবার বলেছেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তবে ওয়াশিংটনের পক্ষ থেকে নিরাপত্তা প্যাকেজ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলা শুরুর আগে সৌদি আরব ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে।