তাপমাত্রা | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজ শুক্রবারও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা এলাকাভেদে ১ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে এ তাপমাত্রা মে মাসে একেবারে অস্বাভাবিক নয় বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আর এই গরমের মধ্যে আশার খবর, আগামীকাল থেকে দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মে মাসে রাজধানীর গড় সর্বোচ্চ তাপমাত্রা হলো ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকাল প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল রাজধানীতে। গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে রংপুরের স্বাভাবিক তাপমাত্রা ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল এ শহরে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গতকাল দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আজও তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। তবে এ তাপমাত্রা বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়। মে মাসে কিছু সময় এটা হয়। দুই দিন পর থেকে তাপমাত্রা কমতে পারে।

মে মাসে এযাবৎকালের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে, ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের পর এ মাসের প্রায় শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চলতি মাসের ৪ তারিখ থেকে বৃষ্টি বাড়তে থাকে। তবে গত সোমবার (১৩ মে) থেকে তাপপ্রবাহ বাড়তে শুরু করে। গত বুধবার সন্ধ্যায় ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেয় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক। আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। সিলেটে আজও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামীকাল সিলেটের পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর দুই দিন পর থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে। তখন তাপমাত্রা আবার কমে আসবে।

আজ পর্যন্ত রাজধানী এবং দেশের অন্যত্র তাপমাত্রা ও বৃষ্টি যতটুকু হয়েছে, তাকে অস্বাভাবিক বলে মনে করেন না আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি বলেন, মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা আছে। এতে এখন যে তাপমাত্রা বেড়েছে, তা প্রশমিত হতে পারে।