এক মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৪৩ লাখের বেশি

ইন্টারনেট | প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: টানা দুই মাস ধরে ইন্টারনেটের গ্রাহক বাড়ছে। সর্বশেষ গত মার্চ মাসেই গ্রাহক বেড়েছে ৪৩ লাখের বেশি। আগের মাস ফেব্রুয়ারিতে ১১ লাখের বেশি ইন্টারনেট গ্রাহক বেড়েছে। মুঠোফোন ইন্টারনেট গ্রাহকই সবচেয়ে বেশি বাড়ছে। দেশে এখন মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৪৭ লাখের বেশি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল ৯ মে সর্বশেষ মার্চ মাস পর্যন্ত দেশের ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহকের হিসাব দিয়েছে। তাদের হিসেবে, সর্বশেষ ৯০ দিনের মধ্যে কোনো ব্যক্তি একবার ব্যবহার করলেই ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহক হিসেবে গণ্য হন।

দেশে গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ইন্টারনেটের গ্রাহকের সংখ্যা টানা কমেছে। এরপর ফেব্রুয়ারি মাস থেকে তা বাড়তে শুরু করে। গত মার্চে এক মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৪৩ লাখ ৫০ হাজারের বেশি। এর মধ্যে মুঠোফোন ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৩৭ লাখ ৯০ হাজারের বেশি।

অন্যদিকে টানা তিন মাস পর মার্চে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ৫ লাখের বেশি বেড়েছে। দেশে এখন ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজারের বেশি।

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১৯ কোটি ২২ লাখ ৬০ হাজারের বেশি। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক বেড়েছে ৯ লাখের বেশি। এর মধ্যে গ্রামীণফোন ও বাংলালিংকের গ্রাহক বেশি বেড়েছে। এ ছাড়া টেলিটকেরও কিছু গ্রাহক বেড়েছে। তবে এ সময়ে রবির গ্রাহক কিছুটা কমেছে।

বিটিআরসি দেশে উৎপাদিত স্মার্টফোনের তথ্যও দিয়ে থাকে। নিয়ন্ত্রক এই সংস্থা বলছে, গত মার্চে দেশে ২০ লাখ ৩৫ হাজার মুঠোফোন উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৫৭ দশমিক ১৮ শতাংশ ফিচার ফোন এবং ৪২ দশমিক ৮২ শতাংশ স্মার্টফোন।