দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি ঈশ্বরদীতে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: দীর্ঘ তাপপ্রবাহের পর পাবনার ঈশ্বরদীতে ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত একটা থেকে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি শুরুর সময় অনেক এলাকায় বিদ্যুৎও চলে যায়। এই প্রতিবেদনটি লেখার সময় রাত ৪টার দিকেও বৃষ্টি হচ্ছে। 

কিছুদিন ধরে তাপপ্রবাহের কারণে চরম ভোগান্তিতে ছিল মানুষ। এই বৃষ্টি অনেকটা স্বস্তি হয়ে আসে।

এদিকে বৃষ্টির নামার পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। স্মৃতি সঞ্চয়ীতে অর্থী নামের একজন ফেসবুকে লিখেছেন ‘অবশেষে মেঘের গর্জন ও বৃষ্টি’৷

খোরশেদ আলম নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘বৃষ্টির ফোঁটা গুনতেছি। এরপর ফেসবুকের পোস্ট গুনবো। আশা করি, বৃষ্টির ফোঁটার থেকে ফেসবুকের পোস্টের সংখ্যা বেশি হবে।’

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ১২ এপ্রিল থেকে ঈশ্বরদীতে টানা তীব্র তাপদাহ শুরু হয়। এর মধ্যে মঙ্গলবার ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। 

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেখা মিলছিল না ঈশ্বরদী। বৃষ্টির পর রাতে শীতল পরিবেশ অনুভূত হতে থাকে।