সংগীতশিল্পী, অভিনেতা তাহসান রহমান খান ও অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী | কোলাজ |
বিনোদন প্রতিবেদক: বিশ্ব মা দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও মায়েদের স্মরণ করছেন সন্তানেরা। দিনটিকে আরও স্মরণীয় করতে মায়েদের দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। প্রতিবছরের মতো এবারও ১১ জন গর্ভধারিণী মাকে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা দেওয়ার আগে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী ও সংগীতশিল্পী, অভিনেতা তাহসান রহমান খান।
মাকে নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেহজাবীন চৌধুরী। অভিনেত্রী বলেন, ‘মায়ের কথা বলতে গেলে ফিরে যেতে হবে ২০০৯ সালে। যখন আমরা সবাই দেশে আসি, তখন জানি না কীভাবে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেখানে সিলেক্ট হওয়ার পর আম্মুকে বিষয়টা জানাই। তখন মায়ের কাছে অডিশনে যাওয়ার অনুমতি চাই আমি।’
এরপর কী হয় কথায় কথায় সে–ও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘তখন আমার ছোট ভাইয়ের বয়স সাড়ে তিন বছর। আমরা পাঁচ ভাইবোন। আমি সবার বড়। তখন চট্টগ্রামে থাকতাম। তারপরও আব্বুর সঙ্গে কথা বলে আম্মু রাজি হন। ওই সময় আমাদের গাড়ি ছিল না। আমরা বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। আম্মুকে আমি আরও কঠিন সময়ের মধ্যে ফেলে দিয়েছিলাম। আম্মুকে বলেছিলাম, ঢাকার আত্মীয়স্বজনদের কোনোভাবেই না জানাতে। আমি যদি অডিশনে গিয়ে ফেল করি, সেটা অনেক লজ্জাজনক হবে। আম্মু, ছোট ভাই আর আমি ঢাকায় এসে ছোট্ট একটা হোটেলে উঠি। গরমের মধ্যে ছোট ভাইকে নিয়ে আম্মু অপেক্ষা করতেন। আমরা চট্টগ্রাম ফিরে যাওয়ার সময় আম্মুর এত ধকল যাচ্ছিল যে ছোট ভাইকে নিয়ে জানালার পাশে ঘুমিয়ে পড়েছেন।’
এদিন মেহজাবীন আরও বলেন, ‘আম্মুর কষ্ট দেখে আমার মনে হয়েছিল, তিনি যা চাইবেন একদিন যাতে আমি সবকিছু দিতে পারি। সেটাই আমার স্বপ্ন ছিল। আমার জন্য এটাই সাফল্য। তিনি আজকে এ পুরস্কারটা পাচ্ছেন। তাঁর চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না। আমার মনে হয় সব মায়ের এটাই স্বপ্ন।’ মাকে নিয়ে কথা বলার সময় অঝোরে কাঁদেন মেহজাবীন।
অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানও। মায়ের কথা বলতে
গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় এই শিল্পী। তিনি বলেন, ‘আমি জীবনে অনেক
পুরস্কার পেয়েছি, কিন্তু এই যে সুযোগ স্টেজে দাঁড়িয়ে বলা মাকে কতটা
ভালোবাসি, এটা আসলে অমূল্য।’