পথসভায় বক্তব্য দেন এমদাদুল হক রানা সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা করেছে যুবলীগ-ছাত্রলীগ। 

সোমবার বিকেলে উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে এটি বের করা হয়। পরে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে পথসভায় মিলিত হয়।

আনারস প্রতীকের মিছিল করেন সমর্থকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন

উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী শাখার সহসভাপতি ইমরুল কায়েস দারা, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজেদুল করিম সাধু, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আকাল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজীব মালিথা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তব্য দেন শিরহান শরীফ তমাল | ছবি: পদ্মা ট্রিবিউন  

সরেজমিনে দেখা যায়, মিছিলে প্রায় হাজার হাজার নেতা–কর্মী অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা, আনারস প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র। রানা ভাইয়ের মার্কা আনারস, জনগণের মার্কা আনারস ইত্যাদি স্লোগান দেন। 

ঈশ্বরদীতে তৃতীয় ধাপে আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে প্রার্থীদের মধ্যে  প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন  প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন। এতে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা আনারস এবং ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া প্রতীক পেয়েছেন।