ঠিকাদার আকাশ (বাঁ থেকে) এবং রোকনুজ্জামান তুষার | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি পাবনা: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ের ঢুকে প্রকৌশলীসহ কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো ও হত্যার হুমকির মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি রওশন আলী জানান, শুক্রবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে চার ঠিকাদারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। রাতেই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- পাবনা পৌর এলাকার চক গোবিন্দার চাঁদমারি এলাকার ঠিকাদার রোকনুজ্জামান তুষার (৪৪) ও কালাচাঁদ পাড়ার আকাশ (৪৩)।
মামলার এজাহারে বলা হয়েছে, ৮ মে দুপুরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের কক্ষে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রায়হান রাকিব, মেহেদী হাসান, মো. ইমরান দাপ্তরিক কাজ করছিলেন। দুপুর ১টায় গণপূর্ত বিভাগের ঠিকাদার রাজিবুল হাসান রাজিব, রোকনুজ্জামান তুষার, আকাশ (৪৩) ও রানা বিশ্বাসের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল ওই কক্ষে এসে অনৈতিকভাবে নিয়মবহির্ভূত প্রক্রিয়ায় ঠিকাদারি কাজ দাবি করেন।
পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর রুমে ঢুকে বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ভয়ভীতি, ত্রাস সৃষ্টি ও হত্যার হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে | ছবি ভিডিও থেকে নেয়া |
এ সময় নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান তাতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য গালাগালি, ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে। এ সময় সহকারী প্রকৌশলীরা তাদের থামাতে চেষ্টা করলে তারা মারতে উদ্যত হয়। পরে অফিস থেকে বের হলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। পুরো ঘটনা অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, আমরা পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। সিসিটিভি ক্যামেরায় ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
ওসি রওশন আলী বলেন, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হত্যার হুমকি মামলায় শুক্রবার রাতে ঠিকাদার তুষারকে শহরের নূরপুর থেকে ও আকাশকে কালাচাঁদ পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার তাদের আদালতে হাজির করা হবে; অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
অবৈধ লেনদেনের সময় ২৩ এপ্রিল পাবনায় পানি উন্নয়ন বোর্ড-পাউবোর কার্যালয় থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের একটি মামলায় অভিযোগ করা হয়েছে। সেই মামলায় আসামি হিসেবে আছেন ঠিকাদার তুষারের ভাই সাবেক কমিশনার আরিফুজ্জামান রাজিব।