রাজশাহী জেলার মানচিত্র

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেলে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ইজিবাইকের যাত্রী বিষ্ণু (৬৫) ও মো. সাদ (১৪)। বিষ্ণুর বাড়ি পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। আর সাদের বাড়ি একই উপজেলার বালিয়া এলাকায়। দুর্ঘটনায় বালিয়া এলাকার আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মো. সাজু (৪০)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে রেললাইনের ওপর ইজিবাইকটি উঠে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখী কমিউটার ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী বিষ্ণু মারা যায় ও অপর দুই যাত্রী আহত হন। আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বিষ্ণুর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। অবৈধ গেট দিয়ে পার হতে গিয়ে হয়তো এ দুর্ঘটনা ঘটেছে।