‘সাবডিএল’ থেকে বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাবটাইটেল নামাতে পারবেন | ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’ বন্ধ ঘোষণার পর সাবটাইটেল অনুবাদ থেকে দর্শক—অনেকেই বিপাকে পড়েছেন। এত দিন ধরে নিশ্চিন্তে ‘সাবসিন’ থেকে সাবটাইটেল নামিয়ে সিনেমা, সিরিজ উপভোগ করতেন দর্শকেরা।

‘সাবসিন’ দীর্ঘদিনের অভ্যাসেও পরিণত হয়েছিল। প্ল্যাটফর্মটি ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার সাবটাইটেলের জন্য ভরসার নাম ছিল। সাবসিনের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের বিকল্প পাওয়া মুশকিল। তবে সাবটাইটেলের জন্য তিনটি প্ল্যাটফর্মে ঢুঁ মারতে পারেন।

ওপেনসাবটাইটেল

ইংরেজিসহ বিভিন্ন ভাষায় সাবটাইটেল মিলবে এই প্ল্যাটফর্মে। ২০০৬ সাল থেকে প্ল্যাটফর্মটি চালু রয়েছে।

সাবডিএল
সাবটাইটেলের জন্য নতুন এই প্ল্যাটফর্ম থেকে বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাবটাইটেল নামাতে পারবেন। এই সাইটে বাংলার জন্য ফিল্টারে বাংলা ভাষা যোগ করার সুবিধা রয়েছে।

বাংলা সাবটাইটেল
মূলত বাংলা সাবটাইটেল নিয়ে সাজানো হয়েছে প্ল্যাটফর্মটি। এখানে হলিউড, বলিউড, দক্ষিণি সিনেমার বাংলা সাবটাইটেল পাবেন।