শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় আমান দীপ সিং | ছবি: সংগৃহীত

পদ্মা ট্রিবিউন ডেস্ক: কানাডায় বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত সন্দেহে আরেকজন গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ নিয়ে নিজ্জর হত্যায় জড়িত সন্দেহে কানাডায় চারজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা সবাই ভারতীয়।

নিজ্জর হত্যার ঘটনায় ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যেই গতকাল শনিবার কানাডার পুলিশ নতুন আরেকজনকে গ্রেপ্তার করার কথা জানাল।

কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমানদ্বীপ সিং। বয়স ২২ বছর। নিজ্জর হত্যায় জড়িত থাকা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে চলতি মাসের শুরুতে কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে গ্রেপ্তার করা হয় তিনজন ভারতীয় করণ ব্রার (২২), কমলপ্রিত সিং (২২) ও করণপ্রিত সিংকে (২৮)। আদালতের নথিপত্র অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে।

ভারতের পাঞ্জাবে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিজ্জর। বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন নিজ্জর—এমন অভিযোগে তাঁকে ‘সন্ত্রাসী’ তকমা দিয়েছিল ভারত।

নিজ্জর হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করে বলেন, এর পেছনে ভারত সরকার জড়িত থাকতে পারে।

ট্রুডোর ওই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। নিজ্জর হত্যায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে নয়াদিল্লি। তবে দুই দেশের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

কানাডার পুলিশ জানিয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।