অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার নিরব তালুকদার | ছবি: সংগৃহীত |
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণের পর খুন হওয়া এক শিশুর নামে রাস্তার নামকরণ করা হয়েছে। উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বর তালতলা মোড় ইউজেডআর রাস্তা থেকে জামতৈল রেলস্টেশন পর্যন্ত রাস্তাটিকে ‘নিরব সড়ক’ নামকরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ ড. জান্নাত আরা তালুকদার হেনরি রাস্তাটি উদ্বোধন করেছেন।
নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা বলছে, ২০১৬ সালের ডিসেম্বরে কামারখন্দ উপজেলার বারেক তালুকদারের ছেলে নিরব তালুকদারকে (৭) মুক্তিপণের টাকার জন্য লুকিয়ে রাখা হয়। পরে হত্যা করে জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়ের পেছনে ফেলে রাখা হয়।
নিহত শিশু নিরবের বাবা আবদুল বারেক জানান, নিরবকে মুক্তিপণের টাকার জন্য লুকিয়ে রাখা হয়। পরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। তার নামটি বাঁচিয়ে রাখার জন্য স্থানীয়রা ওই সড়কের নাম দিয়েছেন ‘নিরব সড়ক’।
সড়ক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান শামিম তালুকদার লাবু, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গাজী শাহাদাৎ হোসেন ফিরোজী, সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ আইবুল আলম সরকার প্রমুখ।