লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচে পড়ে ছিল এক তরুণের লাশ। আজ সোমবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামে গভীর নলকূপের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরগ্রামের ফসিল মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ রয়েছে। সমিতির মাধ্যমে গভীর নলকূপটি পরিচালিত হয়। ওই গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগের জন্য ধানখেতের পাশে বৈদ্যুতিক খুঁটিতে তিন ফেজের ট্রান্সফরমার আছে। আজ সকালে গ্রামের লোকজন ধানখেত দেখতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির নিচে নেভি ব্লু গেঞ্জি ও জিনসের প্যান্ট পরা এবং কোমরে হলুদ রঙের গামছা বাঁধা অবস্থায় তরুণের লাশ পড়ে থাকতে দেখেন। ওই তরুণের হাতে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। তাঁর শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন আছে।

উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াজেদ আলী বলেন, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়া তরুণের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি থানায় নিয়ে গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল-বারী বলেন, তরুণের লাশটি উদ্ধার করে আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।