ক্লাস্টার ভবনের ফলক উন্মোচন করছেন খায়রুজ্জামান লিটন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি গুচ্ছ (ক্লাস্টার) ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  দুপুর ও বিকালে আলাদা আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এটির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

জানা গেছে, লোকাল গভনমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গঠিত সিডিসির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নগরীতে সিডিসির ক্লাস্টার ভবন নির্মাণ করা হচ্ছে। নগরীতে মোট ১১টি ক্লাস্টার ভবন নির্মাণ করা হবে। প্রথম ধাপে শাপলা, পদ্মা, আশার আলো ও চন্দ্রমল্লিকা ক্লাস্টার ভবন উদ্বোধন করা হল।

এসময় অন্যদের মধ্যে রাসিকের কাউন্সিলর আব্দুল মোমিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রকল্পের সদস্য সচিব, মহানগর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।