সাংবাদিকদের ‘দুর্নীতিবাজ’ বললেন এমপি সিদ্দিকুর

 অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার একজন সাংবাদিক ছাড়া বাকি সবাইকে দুর্নীতিবাজ বলে দাবি করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্যসিদ্দিকুর রহমান পাটোয়ারী। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। 

শনিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে ইউনিটি প্রেসক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি করেন সংসদ সদস্য।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকের নাম দিতে গেলে একমাত্র সাইফুল ছাড়া আর কাউকেই খুঁজে পাই না আমি। এমন কেউ নাই যে দুর্নীতি করে না। সাইফুল ছাড়া একজনকেও প্রকৃত সাংবাদিক হিসেবে দেখতে পাই না। যদি বলেন আমি অন্ধ তাহলে অন্ধই। একজনকেই বেশি ভালো মনে হয়, সবাই তো আর সৎ হয় না।’

সংসদ সদস্যের এমন বক্তব্যে ক্ষোভ বিরাজ করছে বড়াইগ্রামের সাংবাদিকদের মধ্যে। 

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হাসান বলেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে উপজেলায় কর্মরত অর্ধশত সাংবাদিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তার কাছে আরও দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি।

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল হক সংসদ সদস্যের এই বক্তব্যের প্রতিবাদ করে বলেন, ‘প্রেসক্লাবের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারবে না। তারা অভাবের মধ্যে থাকলেও, কখনও ব্যক্তিত্ব বিসর্জন দেননি। এরপরও এত বড় এক মিথ্যা অভিযোগ আমার কলিজায় আঘাত করেছে। এভাবে ঢালাওভাবে কাউকে দোষারোপ করা ঠিক না। আমি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা বলেন, ‘সংসদ সদস্য যেটা বলেছেন সেটার প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিতে পারলে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমরা সবাই একসঙ্গে বসে পরবর্তী সিন্ধান্ত নেবো।’

এ বিষয়ে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘কে ভালো আছে খুঁজে বের করুন। যারা বেশি বেশি লেখে তারা বেশি দুর্নীতিবাজ। সাংবাদিকরা সমাজের দর্পণ। এই দর্পণের অনুকূল চরিত্রগঠন কর্মকাণ্ড পরিচালনার জন্য কথা প্রসঙ্গে এমনটা বলেছি।’