সিরাজুল ইসলাম খান | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি বগুড়া: টানা দ্বিতীয়বারের মতো বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম খান (রাজু)।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হন। সিরাজুলের ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য; স্ত্রী মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলা পরিষদের সদস্য।
সিরাজুল ইসলাম আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন সিরাজুল ইসলাম। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার জন্য তিনি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলীয় নির্দেশ মেনে সিরাজুল ইসলাম তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
তবে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সিরাজুল ইসলাম খানের ছেলে এবং আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। পরে জাপা প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
সিরাজুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলা পরিষদের সদস্য। উপজেলা নির্বাচনে সংসদ সদস্যের স্বজনদের চেয়ারম্যান পদে নির্বাচন না করার বিষয়ে আওয়ামী লীগ থেকে নির্দেশ দেওয়া হলেও তা মানেননি সিরাজুল ইসলাম। তাঁর বিরুদ্ধে দলীয় নির্দেশ লঙ্ঘন করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিযোগ ওঠে। সিরাজুল ইসলাম ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালেও আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে ২০০৯ ও ২০১৯ সালে চেয়ারম্যান নির্বাচিত হন।