পাউবো পাবনার কর্মকর্তা মাসুদ রানা (বায়ে) এবং মোশাররফ হোসেন | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পাবনা: প্রকল্পে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে পাবনা পাউবোর প্রকৌশলী-ঠিকাদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দুদক পাবনা জেলা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. খাইরুল হক মঙ্গলবার বলেন, রোববার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পাউবোর পাঁচ কর্মকর্তা ও এক ঠিকাদারের বিরুদ্ধে   মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- পাউবো পাবনার উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা (২৯), উপ-সহকারী প্রকৌশলী রাজিব হোসাইন (৩৫), পাউবো কর্মকর্তা মোশাররফ হোসেন (৪২), ফরিদুল ইসলাম (৩০) ও ফরহাদ হোসেন (৩১) এবং আল রাফি কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার আরিফুজ্জামান রাজিব (৩৮)।

মামলাটি দুদকের উপ-সহকারী পরিচালক মোক্তার হোসেন তদন্ত করবেন বলে জানান খাইরুল হক।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘুষ লেনদেন ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার নথিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল পাবনা পাউবোর কার্যালয়ে ঠিকাদারদের সঙ্গে অবৈধ লেনদেনের সময় ৫ লাখ ৭০ হাজার টাকাসহ পুলিশের কাছে আটক হন প্রকৌশলী মাসুদ রানা ও মোশাররফ হোসেন। এ সময় ঠিকাদার রাজিব ও কনকসহ কয়েকজন পালিয়ে যায়।

পরদিন ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৫ এপ্রিল মাসুদ রানা ও মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।