বিভাগীয় কমিশনার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৩ উপজেলা চেয়ারম্যানকে শপথ পড়ান | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী: উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাঁদের শপথবাক্য পাঠ করান। পরে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরাও শপথ গ্রহণ করেন।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমধাপে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। এরপর নারী ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
শপথ গ্রহণ শেষে নারী ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর | ছবি: পদ্মা ট্রিবিউন |
শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্যে দেন বিভাগীয় কমিশনার | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্থানীয়
সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে রাজশাহী বিভাগের ৮ জেলার এই ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন |