ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে বিধ্বস্ত হয়। পরে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। মরদেহ উদ্ধার করে নিয়ে আসে তারা। ছবিগুলো আজ সোমবারের।

উত্তর-পশ্চিম ইরানের ভারজাগান এলাকার একটি পাহাড়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রেড ক্রিসেন্টের সদস্যরা জানান যে সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই | ছবি: রয়টার্স

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী নিখোঁজ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানি রেড ক্রিসেন্টের প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবি | ছবি: এএফপি

যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল, সেখানে উদ্ধারকাজ ও অনুসন্ধান চলছে | ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। উত্তর-পশ্চিম ইরানের ভারজাগানে | ছবি: এএফপি

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার উদ্ধারের কাজে ব্যস্ত উদ্ধারকারী দল | ছবি: এএফপি

কুয়াশায় ঢাকা পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে অনুসন্ধানের কাজ চলছে | ছবি: এএফপি

উদ্ধারের পর মরদেহ নিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল | ছবি: এএফপি

উদ্ধারের পর কুয়াশায় ঢাকা পাহাড়ি পথে মরদেহ নিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল | ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার স্থানে মৃতদেহ উদ্ধার করতে দেখা যায় | ছবি: এএফপি

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তাঁর পাশে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আসনটি খালি। দেশটির মন্ত্রিসভায় ভাষণ দিচ্ছেন তিনি | ছবি: এএফপি