আহত মজিবর রহমান খাঁন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ মিন্টুর এক সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন।
আহত হলেন, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী পৌর শাখার সভাপতি মজিবর রহমান খাঁন।
ঘটনার বর্ণনা দিয়ে মজিবর রহমান জানান, মিন্টুর নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে তাঁর উপর অতর্কিত হামলা চালায় এবং নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ার হুমকি দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় তিনি আজ মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, হামলাকারী চেয়ারম্যান পদপ্রার্থী রানা সরদার ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রধানের কর্মী বলে অভিযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু বলেন, নির্বাচন থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করতেই এমন হামলা। নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে আমার কর্মী সমর্থকদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। সোমবার প্রতীক বরাদ্দের দিনেও তারা আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করেছে। তবে নির্বাচন কমিশনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করি ঈশ্বরদীতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাউন্সিলর ইউসুফ আলী জানান, নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডার কারণে এ ঘটনা ঘটেছে। তবে রেনু মুন্সি একজন মানসিক ভারসাম্যহীন রোগী। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা।
এদিকে অভিযোগ অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক রানা সরদার বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে নির্দিষ্ট করে হামলাকারীদের নাম প্রকাশ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস জানান, নির্বাচনে কোন প্রার্থীর প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। যদি কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আজ অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদীতে তৃতীয় ধাপে আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে।
নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু (মোটরসাইকেল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা (আনারস প্রতীক) ও ব্যবসায়ী জাহাঙ্গির আলম সিদ্দিকী (ঘোড়া প্রতীক) ।