পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বিজেপির জনসভায় নরেন্দ্র মোদি | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা নরেন্দ্র মোদি বলেছেন, লোকসভার পাঁচ দফার ভোটেই ‘ইন্ডিয়া’ জোটের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কংগ্রেস এখন ডুবন্ত এক জাহাজ। তৃণমূল কংগ্রেসের জাহাজও ফুটো।
গতকাল সোমবার ছিল লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এদিন পশ্চিমঙ্গের ঝাড়গ্রামে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেসের শাসনামলে দেশ পিছিয়েছে। পশ্চিমবঙ্গে এখন সন্ত্রাস ও দুর্নীতি নিত্য সঙ্গী। গত ১০ বছরের ২৫ কোটি মানুষকে মোদি সরকার দারিদ্র্যমুক্ত করেছে। পশ্চিমঙ্গের মানুষের কাছে তৃণমূল বিপজ্জনক হয়ে উঠেছে। তৃণমূল অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে।
গতকাল সোমবার পশ্চিমবঙ্গের হলদিয়ার জনসভায় যোগ দেওয়ার কথা ছিল মোদির। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তিনি সেখানে যেতে পারেননি। ঝাড়গ্রামের জনসভা থেকে হলদিয়ার জনসভায় যোগ দেওয়া বিজেপির নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন।
গতকাল পুরুলিয়ায় এক জনসভায় নরেন্দ্র মোদি বলেন, আগামী ৪ জুনের পর (এদিন লোকসভার ভোটের ফলাফল ঘোষণা হবে) দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। কোনো দুর্নীতিবাজকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না। তৃণমূল মা, মাটি ও মানুষের কথা বলে ক্ষমতায় এসে এখন মা, মাটি ও মানুষের অধিকার লুট করছে। শিক্ষক নিয়োগে দুনীতি করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।