প্রেসিডেন্ট রাইসির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি | ছবি: রয়টার্স ফাইল ছবি

পদ্মা ট্রিবিউন ডেস্ক:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার আছড়ে পড়ার খবরের পর দেশটির আধা সরকারি ফারস নিউজ এজেন্সি তাদের প্রেসিডেন্টের জন্য দোয়ার আহ্বান জানিয়েছে। খবর বিবিসির

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজেও দেখা গেছে, মাশহাদ শহরে ইরানের প্রেসিডেন্টের সুস্থতার জন্য দোয়া করছেন।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তাঁরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এখনো হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে পারেননি। কারণ, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বন-জঙ্গলে ঘেরা। এ ছাড়া দুর্ঘটনাস্থলে বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।