পদ্মা ট্রিবিউন ডেস্ক: ইরান সরকার বলেছে, দেশের সরকারি কাজে সামান্যতম বিচ্যুতি ঘটতে দেবে না তারা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ সব আরোহী নিহত হওয়ার পর ইরান সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
আজ সোমবার মন্ত্রিপরিষদ ওই বিবৃতি দিয়েছে। ইরানের মন্ত্রিপরিষদের বিবৃতিতে বলা হয়, রাইসি ক্লান্তিহীনভাবে যেভাবে দেশ পরিচালনা করতেন, সেভাবেই তাঁরা এগিয়ে যাবেন। এতে সামান্যতম বিচ্যুতি হবে না।
গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে
হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ
ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে
কিছু দেখা যাচ্ছিল না। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা
আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রাইসিসহ সব আরোহী নিহত হওয়ার খবর জানানো হয়।