ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রার্থীর হাতে নির্বাচনের ফলাফলের অনুলিপি তুলে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাশ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে যাঁরা বিজয়ী হয়েছেন। তাঁদের নাম সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সুবীর কুমার দাশ বুধবার রাত ১০টায় ঘোষণা করেন।

উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক রানা সরদার। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ১৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট।

বিজয়ী ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁনকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সাজিদ মাহমুদ মিথুন | ছবি: পদ্মা ট্রিবিউন  

মাইক প্রতীকে ৩০ হাজার ৯০৩ ভোট পেয়ে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান লিখন পেয়েছেন ১২ হাজার ৮৫৯ ভোট। 

স্থানীয়ভাবে সংগৃহীত ফলাফলে দ্বিতীয়বারের মতো নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিয়া ফেরদৌস কাকলি । তিনি কলস প্রতীকে ২৬ হাজার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহাজেবিন শরীফ পিয়া ফুটবল প্রতীকে ২০ হাজার ৯৮১ ভোট পেয়েছেন। 

নবনির্বাচিত উপজেলায় চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে অভিনন্দন জানান পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশব। এসময় তাঁরা পরস্পরকে মিষ্টিমুখ করান | ছবি: পদ্মা ট্রিবিউন  

এদিকে নবনির্বাচিত ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দিত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ শেষ হল।  বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) । এতে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান সাত ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২২ হাজার ৮৭৬ জন এবং নারী ১ লাখ ২০ হাজার ৫১২ জন। 

জয়ের প্রতিক্রিয়ায় এমদাদুল হক রানা সরদার বললেন,  আল্লাহর কাছে শুকরিয়া, এটা আমাদের সবার পরিশ্রমের অর্জন। এই বিজয় আমাদের সবার।  

সমর্থকদের নিয়ে জয়চিহ্ন দেখাচ্ছেন নবনির্বাচিত উপজেলায় চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঈশ্বরদীকে আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আসুন সবাই একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই স্বপ্নের দুয়ারে।