ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া আবাসিক ভবন থেকে রক্ষা পাওয়া মালামাল কুড়িয়ে নিচ্ছেন ফিলিস্তিনিরা। গতকাল দক্ষিণ গাজার রাফায় | ছবি: রয়টার্স |
পদ্মা ট্রিবিউন ডেস্ক: রাফা শহরে ইসরায়েলের সর্বশেষ আক্রমণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে নতুন করে জরুরি ব্যবস্থা চেয়েছে দক্ষিণ আফ্রিকা। আদালতের এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে।
এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক বিচার আদালতের কাছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করল দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা যে বিচার চেয়েছে, তার জন্য নিন্দা করেছে ইসরায়েল।
দক্ষিণ আফ্রিকার আবেদনে উল্লেখ করা হয়েছে, রাফায় ইসরায়েলের অভিযানে মানবিক সহায়তা এবং মৌলিক পরিষেবা, ফিলিস্তিনি চিকিৎসারব্যবস্থার টিকে থাকা ও গাজায় ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য চরম ঝুঁকির সৃষ্টি করছে। আবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার কনভেশনের ক্রমাগত লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।