নাটোর জেলার মানচিত্র |
প্রতিনিধি নাটোর: নাটোরের সিংড়া উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে তিন ছাত্রী আহত হয়েছে। বুধবার উপজেলার জোড়মল্লিকা নিংগইন উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে মুশফিকা নাজনীন (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই ছাত্রীর পরিচয় জানা যায়নি।
জোড়মল্লিকা নিংগইন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন বলেন, পাঠদান চলা অবস্থায় হঠাৎ নবম শ্রেণির কক্ষে সিলিং ফ্যান ভেঙে মুশফিকা নাজনীনের গায়ের ওপর পড়ে। এতে ওই ছাত্রীর কপাল কেটে রক্ত ঝরতে শুরু হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনার সময় ফ্যানের পাখার আঘাতে আরও দুই ছাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা নিছক দুর্ঘটনা।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা ইব্রাহীম হোসেন বলেন, আহত এক শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। সে শঙ্কামুক্ত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল রহমান বলেন, জোড়মল্লিকা নিংগইন উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে তিন ছাত্রীর আহত হওয়ার বিষয়টি তাঁর জানা নেই।