পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি |
প্রতিনিধি বগুড়া: নানির মৃত্যুর পর দাফনে অংশ নিতে বাবার সঙ্গে বগুড়ার শেরপুরে এসেছিল ১০ বছর বয়সী মীম। দাফনের কাজ শেষে বাঙালি নদীতে গোসল করতে তলিয়ে যায়। আধা ঘণ্টা নদীতে খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।
রোববার বেলা দুইটার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মৃত মীম বগুড়ার উত্তর চেলপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। তার নানি ফিরোজা খাতুনের (৭০) মৃত্যুতে বাবার সঙ্গে সে শেরপুরে এসেছিল।
শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টায় মীমের নানির দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বেলা ২টার দিকে নানির বাড়ির পাশে বাঙালি নদীতে মীমসহ কয়েকজন গোসলে নামে। কিছুক্ষণ পর মীম নদীর পানির মধ্যে তলিয়ে যায়। সঙ্গী অন্য শিশুরা দেখে দ্রুত স্বজনদের খবর দেয়। পরে নদীতে খোঁজাখুঁজি করে আধা ঘণ্টা পর মীমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বলেন, শিশুর ডুবে যাওয়ার খবরে কল্যাণী উত্তরপাড়া গ্রামের একাধিক পুরুষ নদীতে খোঁজাখুঁজি করেন। আধা ঘণ্টা পর মীমের লাশ উদ্ধার করা করেছে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।