সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার ভার্চ্যুয়াল সেমিনারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের অধ্যক্ষ ইমরে বালোগ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময়, ডিগ্রি প্রদান ও প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ ব্যবসায় প্রশাসন বিভাগের সমন্বয়কারী মো. রেজাউল করিম।