পাবনায় এসএসসিতে জিপিএ-ফাইভ পেয়েছে ৩৩৬৬ জন

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরশিক্ষার্থীদের উচ্ছ্বাস | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: রাজশাহী শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।   এবছর পাবনা জেলায় শুধু এসএসসি পরীক্ষায়  জিপিএ-ফাইভ পেয়েছে ৩ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৮২৬ জন। পাশ করেছে ২৬ হাজার ৬১৯ জন। পাশের হার ৮৯  দশমিক ২৫ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ ও পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

পরীক্ষার্থীদের মাঝে ছেলে ১৪ হাজার ৫৩৮ জন, পাশ করেছে ১২ হাজার ৫৬১ জন। পাশের হার ৮৬ দশমিক ৪০ শতাংশ। আর মেয়ে ১৫ হাজার ২৮৮ জন, পাশ করেছে ১৪ হাজার ৫৮ জন। পাশের হার ৯১   দশমিক ৯৫ শতাংশ।