গলাচিপা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়ানা মার্জিয়া নিতু। তিনি আনারস প্রতীকে ৪৫ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন ঘোড়া প্রতীকে ৩০ হাজার ১৪৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে এই দুজন প্রার্থীই লড়েছিলেন। বিজয়ী ওয়ানা মার্জিয়া নিতু বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। মুহাম্মদ সাহিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর রাতে ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

রাজনৈতিক পরিবারের সন্তান ওয়ানা মার্জিয়া নিতু। তাঁর মা–বাবা ও ভাই সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা প্রয়াত ওহাব খলিফা গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং তিনি তিনবার পৌর মেয়র ছিলেন। ভাই আহসানুল হক তুহিন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র। মা নুর নাহার বেগম গলাচিপা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর ওয়ানা মার্জিয়া নিতু বলেন, গতবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসী তাঁকে যেভাবে সমর্থন ও ভোট দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, এবার সেই সমর্থন আরও বাড়িয়ে দিয়েছেন। উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থনে তিনি ঋণী হয়ে গেলেন। সারা জীবন এসব মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। এলাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস দমন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সব সময় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন বলে জানান তিনি।