ঈশ্বরদীতে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা

প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে আরম্ভর পূর্ণ আয়োজনে প্রথমবারের মত শুরু হচ্ছে শামসুর রহমান শরীফ ইন্দো-বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ।

আগামীকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের আলোবাগ ক্লাব মাঠে এতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।

বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টসের সহসভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টুর পরিচালনায় ফেডারেশনের ভলিবল চ্যাম্পিয়নশিপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সভাপতি  আরোতি লামা, মহাসচিব অর্পন সিং কুশাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, আরআরপি গ্রুপের পরিচালক রফিকুল আলম রফিক ও আলোবাগ ক্লাবের সভাপতি মো. আব্দুস সাত্তার মন্ডল।

আয়োজক সূত্রে জানা যায়, ঈশ্বরদী আলোবাগ ক্লাব এর আয়োজন করে। পৃষ্টপোষকতা করছেন আরআরপি গ্রুপ। সার্বিক তত্ত্বাবধানে আছেন উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল। পরে আলোবাগের জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হবে।